Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd August ২০২০

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ১৯৭৩


প্রকাশন তারিখ : 2020-08-23

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৯৪১ জনে।এ সময়ে নতুন করে আরও এক হাজার ৯৭৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট কারোনা আক্রান্ত শনাক্ত হয়েছে দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।

 

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, করোনায় মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১০ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে মারা গেছেন তিনজন।  আর গত ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৭৯ হাজার ৯১ জন।