Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২০

আবারো স্টেশনের কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু।বুধবার থেকে চালু হবে সকল ট্রেন


প্রকাশন তারিখ : 2020-09-12

প্রায় সাড়ে ৫ মাস পর আবারো স্টেশনের কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সকালে এই টিকিট বিক্রি শুরু হয়।  করোনা ভাইরাসের কারণে ট্রেনের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক ২৫ শতাংশ স্টেশনের কাউন্টারে বিক্রি করা হচ্ছে। বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে রেল স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।  এদিকে আগামী ১৬ই সেপ্টেম্বরের মধ্যে দেশের বিভিন্ন রুটে পর্যায়ক্রমে সব কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে।