Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০২০

চীনের পিছু ছাড়ছে না করোনা, বেইজিংয়ে নতুন করে ২৭ জন আক্রান্ত হওয়ায় হু’র উদ্বেগ


প্রকাশন তারিখ : 2020-06-16

চীন মঙ্গলবার জানিয়েছেন, বেইজিংয়ে অভ্যন্তরিণভাবে মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ২৭ জন আক্রান্ত হয়েছে।
সেখানে একটি পাইকারি খাদ্য বাজারের পাশের আবাসিক এলাকায় নতুন করে গুচ্ছ সংক্রমণ দেখা দেয়ায় বিশ^ স¦াস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) উদ্বিগ্ন এবং তারা দ্রুত সনাক্ত ও পরীক্ষা কার্যক্রম চালানোর কথা বলেছে। দেশটিতে নতুন করে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে।
এদিকে সেখানে গুচ্ছ সংক্রমণ ছড়িয়ে পড়ার সাথে এ পাইকারি বাজারের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
গত পাঁচ দিনে চীনের রাজধানীতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১০৬ জনে দাঁড়িয়েছে। নগর কর্মকর্তারা বেইজিংয়ের ২০টিরও বেশি এলাকা লকডাউন এবং তারা হাজার হাজার লোকের কোভিড-১৯ সনাক্ত ও পরীক্ষা করেছে। নগরীর সকল ইনডোর স্পর্টস ও বিনোদন কেন্দ্র সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।
চীনের আরো অনেক নগরী বেইজিং সফর করা থেকে বিরত থাকতে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে এবং জরুরি কারণে বেইজিং সফর করা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকার কথা বলেছে।
চীনের অভ্যন্তরে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ব্যাপকভাবে নিয়ন্ত্রণে আসলেও গত সপ্তাহে রাজধানীতে এ ভাইরাসের গুচ্ছ সংক্রমণ সনাক্ত করা হয়।