গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো ৫১ জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলমান এই হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ৫৮ হাজার ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩৮ হাজারের বেশি। ফিলিস্তিনের গাজায় ২১ মাসের বেশি সময় ধরে নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় থমকে আছে যুদ্ধবিরতির আলোচনাও। এরপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা চলছে, আগামী সপ্তাহে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছেন তিনি।