Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২০

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪৭৬


প্রকাশন তারিখ : 2020-09-13

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৩১ জন। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৭ হাজার ৫২০। এর মধ্যে মোট ৪ হাজার ৭৩৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন।আজ দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ।