Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০২০

লেবাননে বিষ্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭, আহত ৫ হাজার


প্রকাশন তারিখ : 2020-08-06

বৈরুত বন্দরের ভয়াবহ বিষ্ফোরণে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৩৭ জনে দাঁড়িয়েছে। বহু লোক নিখোঁজ রয়েছে এবং এ পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৫ হাজার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানান।
মঙ্গলবারের ওই বিষ্ফোরণে বৈরুত বন্দরের একাংশ বিলুপ্ত হয়ে গেছে, নগরীর কেন্দ্রস্থলের বিশাল ব্যাসার্ধের এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, এতে মৃতের সংখ্যা শেষ পর্যন্ত আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।