Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০২০

স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে


প্রকাশন তারিখ : 2020-08-28

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পদত্যাগ করতে যাচ্ছেন। স্বাস্থ্যগত কারণে তিনি প্রধানমন্ত্রিত্ব ছাড়ছেন বলে জানিয়েছেন তার পার্টির কর্মকর্তারা।এমনকি প্রধানমন্ত্রী নিজেও সিদ্ধান্তের কথা জানিয়েছেন।তিনি বেশ কয়েক বছর ধরে আলসারেটিভ কোলাইটিস, অন্ত্রের একটি প্রদাহজনক রোগে ভুগছেন। কিন্তু সম্প্রতি তার অবস্থা আরও খারাপ হয়েছে বলে মনে করা হচ্ছে। ৬৫ বছর বয়সী শিনজো অ্যাবে জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী।শুক্রবার টোকিওতে সংবাদ সম্মেলন করে শিনজো অ্যাবে বলেন, যদিও আমার দায়িত্বের মেয়াদ আরও এক বছর রয়ে গেছে। এবং আমার আরও অনেক চ্যালেঞ্জ মোকোবিলা করার কথা। কিন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেব নিজেকে। এসময় তিনি জনগণের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন দায়িত্ব পালেন ‘অক্ষম’ হওয়ার কারণে। জাপানের জাতীয় সংবাদ সংস্থা এনএইচকে’র বরাত দিয়ে বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জাপানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের শারীরিক অবস্থা ভালো নয়। মাঝে মধ্যে জ্বর আসছে ও শরীরও দুর্বল হয়ে পড়ছে। ফলে গত কয়েকদিনের মধ্যে দুইবার হাসপাতালেও যেতে হয়েছে তাকে।