Wellcome to National Portal
  • btv 2-2
  • btv 3-2
  • 2024-12-31-08-41-daa79703d180d2d6e0a493b1a18e21fb
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ সেপ্টেম্বর ২০১৯

অপপ্রচারের বিরুদ্ধে বিজিএমইএ নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহবান প্রধানমন্ত্রীর


প্রকাশন তারিখ : 2019-09-04

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ী সম্প্রদায়কে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেছেন, এখন সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা মূলত দেশের ব্যবসা-বাণিজ্যেরই ক্ষতি সাধন করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কিছু লোক আছে অনবরত আমাদের বিরুদ্ধে বাইরে অপপ্রচার চালাচ্ছে, যারা আমাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করতে চায়। এটা আপনাদের  চিহ্নিত করতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর তেঁজগাওস্থ কার্যালয়ে  বাংলাদেশ তৈরী পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-র নেতৃবৃন্দ সাক্ষাত করতে এলে তিনি একথা বলেন।
দেশের উন্নয়নে তৈরী পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘পণ্য রপ্তানির জন্য এর আকর্ষণ বাড়াতে হলে আপনাদের পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিতে হবে।’
ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের অংশ গ্রহণে গত জুলাই মাসে লন্ডনে অনুষ্ঠিত দূত সম্মেলনে তাঁর প্রদত্ত বক্তৃতার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশী পণ্যের জন্য তাঁদেরকে নতুন বাজার খুঁজে বের করতে বলেছি।’