ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছে ভারত-বাংলাদেশ সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন।
সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এস জয়শঙ্কর বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকায় এটা তার প্রথম সফর। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে জয়শঙ্করকে স্বাগত জানান।