Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ August ২০২০

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কমেছে, মৃত্যু হয়েছে ৪২ জনের


প্রকাশন তারিখ : 2020-08-30

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৪৮ জন।একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জনের শরীরে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১০ হাজার ৮২২ জনের।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৮৯৭টি নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৯০।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৪৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর দুই লাখ ১ হাজার ৯০৭ জন সুস্থ হয়েছেন।