কলম্বোয় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচটি ছিলো বাংলাদেশের জন্য সিরিজে ফেরার লড়াই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে হৃদয়-ইমনের ফিফটিতে ২৪৮ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে তানভীর ইসলামের ঘূর্ণিতে ৭ বল বাকি থাকতে ২৩২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরালো বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন তানভীর ইসলাম।