Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ জুলাই ২০২৫

গাজাকে ফিলিস্তিনি রাষ্ট্রের ‘অবিচ্ছেদ্য’ অংশ ঘোষণা করল ব্রিকস


প্রকাশন তারিখ : 2025-07-07

গাজা উপত্যকাকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করেছে ব্রিকস। একইসঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি শাসনব্যবস্থার আহ্বান জানিয়েছে এই সংস্থাটি। একটি যৌথ ঘোষণায়, ব্রিকস ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এছাড়া জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকেও সমর্থন করা হয়েছে। ব্রিকস এর সদস্য রাষ্ট্রগুলো গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং মানবিক সহায়তা বন্ধের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের অনাহারকে ব্যবহারের তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা পক্ষগুলোকে তাৎক্ষণিক, স্থায়ী এবং নিঃশর্ত যুদ্ধবিরতি অর্জনের জন্য আরও আলোচনায় সদিচ্ছার সাথে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।’ ব্রিকস গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সমস্ত অংশ থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের পাশাপাশি সকল জিম্মি এবং আটক ব্যক্তিদের মুক্তির আহ্বান জানিয়েছে। ব্রিকস, যার মধ্যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাসহ ১০ টি দেশ অর্ন্তভুক্ত, সাম্প্রতিক বছরগুলোতে তাদের কূটনৈতিক পরিধি প্রসারিত করেছে এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে নিজেদের অবস্থান তৈরি করেছে। ৬ জুলাই রবিবার ব্রাজিলে উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে গঠিত ব্রিকস সম্মেলন শুরু হয়।