Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুলাই ২০২৫

গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত


প্রকাশন তারিখ : 2025-07-11

গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে কেন্দ্রীয় গাজার দেইর আল-বালাহ শহরে শিশুদের পুষ্টি সহায়তা সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন প্রাণ হারান, যাদের মধ্যে ১০ শিশু এবং ৫ জন নারী রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে ১৯ জনই শিশু। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার নিন্দা জানিয়ে বলেন, "সহায়তা সংগ্রহ করতে আসা পরিবারগুলোর ওপর ইসরায়েলের হামলা এবং হত্যাকাণ্ড অকল্পনীয় ও অমানবিক।" অন্যদিকে, হামাস এই হামলাকে "গাজায় চলমান গণহত্যার অংশ" বলে অভিহিত করেছে।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের গাজা আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী অন্তত ৫৭ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন। এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় মুসলিম আমব্রেলা সংগঠনগুলো যৌথভাবে ‘গাজা ঘোষণাপত্র’ পেশ করেছে। স্থানীয় সময় ৯ জুলাই ব্রাসেলস প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণাপত্র উপস্থাপন করা হয়।এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ বডি অব মুসলিমস ইন বেলজিয়ামের  প্রেসিডেন্ট মেহমেত উস্তুন। বিবৃতিতে নেতারা বলেন, বেসামরিক মানুষের প্রাণহানি কোনোভাবে গ্রহণযোগ্য নয়; যা হামাস বা অন্য যে কোনো পক্ষের হাতেই হোক না কেন।তারা অবিলম্বে যুদ্ধবিরতি, বন্দিমুক্তি, মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার এবং দুই রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।