Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুলাই ২০২৫

গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ হিসেবে ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হামাস


প্রকাশন তারিখ : 2025-07-10

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ‘নমনীয়তার’ অংশ হিসেবে ১০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনটি এই তথ্য জানায়। বিবৃতিতে হামাস জানায়, “চলমান দফার আলোচনা সফল করতে হামাসের দায়িত্বশীল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফিলিস্তিন এমন একটি সর্বাত্মক চুক্তিতে পৌঁছাতে সচেষ্ট, যা এখানকার জনগণের ওপর আগ্রাসন বন্ধ করবে, মানবিক সহায়তার অবাধ ও নিরাপদ প্রবেশ নিশ্চিত করবে এবং গাজা উপত্যকায় ক্রমাবনতিশীল দুর্ভোগ লাঘব করবে।” সংগঠনটি আরও উল্লেখ করে, “বর্তমান প্রচেষ্টাকে সফল করার প্রতিশ্রুতি থেকেই হামাস প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছে এবং ১০ জন বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। হামাস জানিয়েছে, মানবিক সহায়তা প্রবাহ, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রকৃত নিশ্চয়তার মতো প্রধান বিষয়গুলো এখনো আলোচনাধীন রয়েছে। গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরো ৭৪ জন ফিলিস্তিনি। এনিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত ৫৭ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।