গাজাজুড়ে ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরো অন্তত ৭৩ ফিলিস্তিনি। এরমধ্যেই, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে মিশর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, যুদ্ধবিরতির চেষ্টার মধ্যেই গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রশাসন জানিয়েছে, এরমধ্যেই অঞ্চলটির টেলিযোগাযোগ ব্যবস্থার ৭৪ শতাংশ ধ্বংস হয়ে গেছে। চলমান এই হত্যাযজ্ঞ থামাতে ৬০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা চলছে বলে জানায় মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, কয়েকজন ইসরায়েলি বন্দি হস্তান্তরের বিনিময়ে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি ও দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে তারা। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রর সম্মিলিত প্রচেষ্টায় চলমান এই পরিকল্পনাকে স্থায়ী যুদ্ধবিরতির পথে ‘প্রথম পদক্ষেপ’ বলে উল্লেখ করেন তিনি। গাজায় ২০ মাসেরও বেমি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৩১।